ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনুপ্রবেশ ঠেকাতে প্রত্যয়ন চায় চবি ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
অনুপ্রবেশ ঠেকাতে প্রত্যয়ন চায় চবি ছাত্রলীগ প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সই করা প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে ‘হল, ফ্যাকাল্টি ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে আসন্ন কমিটিতে পদ প্রত্যাশী সকলকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে।

পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে প্রত্যয়নপত্র জমা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার বিষয়টি সকল নেতা-কর্মীকে গুরুত্বের সঙ্গে নিতে বলা হয়েছে।

শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বাংলানিউজকে বলেন, সবকিছু যাচাই বাছাই করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হরে।

মেধাবী, ত্যাগী ও দীর্ঘদিন যারা সংগঠনে সময় দিচ্ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বিতর্কিত কাউকে কমিটিতে রাখা হবে না।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।