ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
শাহ আমানতে পৌনে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য পৌনে ১১ লাখ টাকা।

বুধবার (২৯ জানুয়ারি) শারজাহ থেকে আসা ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন, লোহাগাড়ার মো. মামুনুর রশিদ ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে।

রাত পৌনে ১০টা থেকে ১০টার মধ্যে তিন যাত্রীর ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।