ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্য সেবাকে পণ্য বানানো চলবে না: সুজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
স্বাস্থ্য সেবাকে পণ্য বানানো চলবে না: সুজন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম:  স্বাস্থ্য সেবা মানুষের অধিকার, এ সেবাকে পণ্য বানানো চলবে না বলে মন্তব্য করেছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরের মেহেদীবাগে নাগরিক উদ্যোগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সুজন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিন্ড।

ভৌগলিক কারণে চট্টগ্রামের গুরুত্ব অনেক। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান।
জীবন ও জীবিকার তাগিদে তাই বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনগোষ্ঠির বসবাস এই চট্টগ্রামে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই বিপুল জনগোষ্ঠি পরিপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সরকারী হাসপাতালের চিকিৎসা সেবার অপ্রতুলতাকে পুঁজি করে প্রাইভেট হাসপাতালগুলো চিকিৎসা সেবার সুযোগ নিয়ে প্রতিনিয়ত যাচ্ছেতাই লুটতরাজ করছে।

তিনি বলেন, বিভিন্ন অলি -গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিকগুলোর প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি আছে কিনা তা আমাদের বোধগম্য নয়। এতো বিপুল সংখ্যক প্রাইভেট হাসপাতাল এবং রোগ নিরূপণ কেন্দ্রে টেকনিশিয়ানের নামে কারা বিপুল পরিমাণ রোগীর রোগ নির্ণয় করছে তা আমাদের অজানা। প্রায় একই রকম পরীক্ষার ক্ষেত্রে একেক ডায়াগনস্টিক সেন্টার একেক রকম রিপোর্ট দিচ্ছে যা রোগীদের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। ক্লিনিকগুলোতে কোন সেবার দাম কতো তা সাধারণ রোগী কিংবা তার স্বজনদের ধারণার বাহিরে। অযথা রোগীকে আলট্রাসনোগ্রাফি, এন্ডোসকপি, ইসিজি, এমআরআই এর মতো ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় টেস্ট দেয়া হচ্ছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, এস এম আবু তাহের, নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন, আব্দুল আজিম, এজাহারুল হক, নুরুল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।