ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঙালির ইতিহাসে প্রজাতন্ত্র দিয়েছেন বঙ্গবন্ধু: অনুপম সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
বাঙালির ইতিহাসে প্রজাতন্ত্র দিয়েছেন বঙ্গবন্ধু: অনুপম সেন সিইউজে’র দ্বিবার্ষিক সম্মেলন।

চট্টগ্রাম: সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা। কারণ তিনি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে জনগণের রাষ্ট্র, প্রজাতন্ত্র উপহার দিয়েছিলেন। প্রজাতন্ত্রে জনগণই সব ক্ষমতার অংশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন ও কৃতি সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাঙালিকে যিনি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী।

বঙ্গবন্ধুর সংগ্রামে পাশে ছিলো এদেশের সংবাদপত্র। সাংবাদিকদের বড় ভূমিকা ছিলো।
একাত্তরে সংবাদ ভবন জ্বালিয়ে দেওয়া হয়। একজন সাংবাদিক সেই আগুনে পুড়ে শহীদ হন। ২৫ মার্চ রাতে একজন সাংবাদিক মারা যান। নিপীড়ন তুচ্ছ করে সাংবাদিকরা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। বাংলার মুক্তির সংগ্রামে সাংবাদপত্র ও সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে। মুজিব বর্ষে সেই সাংবাদিকদের গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, ১৯৬০ সালে সিইউজের জন্ম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কঠোর ও কঠিন সময় ছিলো। আইয়ুব খানের সামরিক শাসনের কারণে কণ্ঠরোধ অবস্থা। কথায় কথায় বেত্রাঘাত চলতো। সেই সময় প্রতিবাদ জানিয়েছিলো সংবাদপত্র। ঢাকার ইত্তেফাক বাংলার জনগণের ক্ষোভ নানাভাবে প্রকাশ করেছিলো। প্রচ্ছন্নভাবে প্রকাশ করতে হয়েছিলো। বাষট্টির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে আমি অংশ নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছিলেন। মানুষের অধিকার রক্ষায় কাজ করছেন সাংবাদিকরা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তাটির সাইক্লোস্টাইলে ছাপানো কপি আন্দরকিল্লার আজাদী অফিসে দেখেছি। চবির বাংলার অধ্যাপক আবু জাফর আমার সঙ্গে ছিলেন। তিনি বেশ কিছু কপি নিয়েছিলেন। সেই কপি চবির মুক্তযুদ্ধ জাদুঘরে দিয়েছিলেন। এগুলো কীভাবে সংরক্ষণ করা হচ্ছে জানি না।

ড. সেন বলেন, ১৯৪১ সালে উন্নত রাষ্ট্র হবে। সেই যাত্রা শুরু হয়েছে। আমরা ক্ষুধা মঙ্গাকে জয় করেছি। এখন দারিদ্র্যমুক্ত করার কাজ চলছে। এখন দারিদ্র্যসীমার নিচে ২১ শতাংশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।

সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সম্মেলন মঞ্চে ছিলেন বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

এবার কৃতি সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় প্রবীণ সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজীকে। সভা পরিচালনা করেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।