ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
চবি ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত চবি ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

চবি ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামের এ সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম।

চিটাগং ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৩১ সদস্যের কমিটি ঘোষণা, লোগো নির্বাচনসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার।

সংগঠনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেন মো. মোফাচ্ছেল হক, মিজানুর রহমান মজুমদার, আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, ড. মো. হেলাল উদ্দিন ও অহিদুল আলম জুয়েল।

খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন অ্যাডভোকেট ওমর ফারুক, সালামত উল্লাহ ও মো. মাসুদ। সংগঠনের কার্যালয় সম্পর্কে ঘোষণা দেন মো. ইসকান্দর সিরাজ, তসলিম নেওয়াজ ও মো. খালেদ। লোগো ডিজাইন উপস্থাপন করেন ফাইন আর্টসের রুপক।

সভায় ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা বলেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বন্ধুদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনার জন্য এ সংগঠনের আত্মপ্রকাশ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।