ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়িকা ও উদয়ন ট্রেনের যাত্রীদের চট্টগ্রামে ফুল দিয়ে বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
পাহাড়িকা ও উদয়ন ট্রেনের যাত্রীদের চট্টগ্রামে ফুল দিয়ে বরণ

চট্টগ্রাম: নতুন কোচ নিয়ে সিলেট থেকে আসা আন্তঃনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

রোববার (২৬ জানুয়ারি) রাত ৯টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছলে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী।

এসময় ১৩টি কোচ থেকে ১৩ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে পুরস্কারও দেওয়া হয়।

বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে চট্টগ্রাম-সিলেট রুটে নতুন কোচ সংযুক্ত হয়। রেলওয়ের পরিবর্তনের অংশ হিসেবে প্রত্যেক যাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পাশাপাশি যাত্রীদের থেকে বিভিন্ন পরামর্শ ও অভিযোগও শুনা হয়।  

তিনি বলেন, আমরা যাত্রীদের হয়রানি বন্ধ ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এর আগে দুপুরে সিলেট রেলস্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কোচ সম্পন্ন ট্রেন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।