ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিবরাজগিরি নাগা বাবার তিরোধান উৎসব শুরু মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
শিবরাজগিরি নাগা বাবার তিরোধান উৎসব শুরু মঙ্গলবার

চট্টগ্রাম: শ্রী শ্রী ১০৮ শিবরাজগিরি নাগা বাবার ২৭তম তিরোধান দিবস ৩০ জানুয়ারি। শ্রী পঞ্চমী তিথিতে তিরোধান দিবস উপলক্ষ্যে তার সমাধিপীঠ বোয়ালখালী উপজেলার সারোয়াতলী আনন্দময়ী কালী মন্দিরে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিন ২৮ জানুয়ারি (মঙ্গলবার) মঙ্গলধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গুরু কীর্তন ও শ্যামা সংগীত।

পরদিন ২৯ জানুয়ারি সকালে যজ্ঞানুষ্ঠান, দুপুরে প্রসাধ বিতরণ ও সন্ধ্যায় ধর্মসভা ও অস্বচ্ছলদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে।

৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহানাম সংকীর্তন এবং ৩১ জানুয়ারি মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি ও সমবেত মঙ্গল প্রার্থনা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।