ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাপ্তাই লেক দূষণ রোধে আলোকচিত্র প্রদর্শনী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
কাপ্তাই লেক দূষণ রোধে আলোকচিত্র প্রদর্শনী চবিতে আলোকচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জুম সায়েন্স ক্লাবের উদ্যোগে কাপ্তাই লেক দূষণ রোধে জনসচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, পরিবেশ বিপর্যয় বর্তমান বিশ্বে অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়।

মানবসৃষ্ট দূষণের ফলে পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন। এ বিপর্যয় থেকে উত্তোরণের জন্য জনসচেতনতার বিকল্প নেই।

উপাচার্য বলেন, কাপ্তাই লেক বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেকগুলোর মধ্যে অন্যতম। এ লেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো হচ্ছে। এছাড়া কাপ্তাই লেকের মাছ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য সম্পদের উৎস। পর্যটনের ক্ষেত্রেও কাপ্তাই লেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ লেক বিশেষ ভূমিকা রাখে। তাই পরিবেশ দূষণ থেকে কাপ্তাই লেক রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।