ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধাদের পাশে থাকার আশ্বাস নতুন এসপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
মুক্তিযোদ্ধাদের পাশে থাকার আশ্বাস নতুন এসপির মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম রশিদুল হক

চট্টগ্রাম: দায়িত্ব পালনকালে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হক।

শনিবার (২৫ জানুয়ারি) জেলা পুলিশ লাইন্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় এমন আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার এস এম রশিদুল হক যোগদানের পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এ মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা’র সঞ্চালনায় ও পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামালসহ জেলার থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে আছে।

 প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গঠনে পুলিশ অঙ্গীকারবদ্ধ।

পুলিশ সুপার এস এম রশিদুল হককে বরণ করে নেন মুক্তিযোদ্ধারা

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদানের আশ্বাস দেন পুলিশ সুপার। যোগ্যতাসম্পন্ন মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরী প্রদানে সহায়তা, মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের ব্যাপারে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি।

অনুষ্ঠান শেষে নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হককে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।