ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘জিন্দাবাদ বলে আমাদের ভিক্ষুক বানিয়েছিলো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
‘জিন্দাবাদ বলে আমাদের ভিক্ষুক বানিয়েছিলো’ চিটাগাং আইটি ফেয়ার উদ্বোধন করেন এলজিইডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

চট্টগ্রাম: বঙ্গবন্ধু হত্যার পর এদেশে জয় বাংলা বলা বন্ধ করে দেওয়া হয়। আমাদের ভিক্ষুক বানিয়েছিলো জিন্দাবাদ বলে বলে। আমাদের দুঃখ ছিলো। এখন জাতীয় স্লোগান জয় বাংলা।

শনিবার (২৫ জানুয়ারি) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তৃতীয় চিটাগাং আইটি ফেয়ার উদ্বোধনকালে এলজিইডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, জয় বাংলা হৃদয়ের স্লোগান।

স্বাধীনতার স্লোগান। এ স্লোগানে দেশ স্বাধীন হয়েছে।
দেশকে ভালোবাসলে স্লোগান হবে জয় বাংলা। যে দেশ প্রযুক্তি যত আয়ত্ত করতে পেরেছে সে জাতি তত সমৃদ্ধ হয়েছে। আজ বাংলাদেশ রোল মডেল। ভিউ এক্সচেঞ্জ, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে তরুণরা দেশকে এগিয়ে নিচ্ছে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বক্তব্য দেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) সভাপতি মো. আবদুল্লা ফরিদ।

প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন। মেলায় গ্রামীণফোন, ওয়ালটন ল্যাপটপ, গ্লোবাল ব্রান্ড, ইনটিগ্রা, আইটি বাজার, এসএএস টেক, ডিজি মার্ক সলিউশান, ফ্লোরা লিমিটেড, এসএসএল ওয়্যারল্যাস, ডিইসি ইঞ্জিনিয়ার ক্লাব, আমরা, ইউনিক বিজনেস সিস্টেম, কম্পিউটার সিটি, এশিয়ান ডাটা ইত্যাদি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।