ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র নাছির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরের শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ মির্জাপুল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে মেয়র ঘটনাস্থলে পৌঁছালে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় মেয়র সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়।

তিনি ক্ষতিগ্রস্ত ১৬৯টি পরিবারকে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও আপদকালীন ভরণপোষণের ব্যবস্থা গ্রহণের চসিক কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এলাকার বিত্তবানসহ সব স্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেয়র।

এ সময় উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ডা. শেখ সফিউল আজম, বিজিএমইএ নেতা আবদুস সালাম, নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাউন্সিলর মো. মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক রফিক আহমদ, নুরুল আনোয়ার, মহিউদ্দন, পাঁচলাইশ জোন পুলিশের সহকারী কমিশনার দেবদূত মজুমদার, ওসি আবুল কাসেম, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর যুবলীগ নেতা ও মহল্লা কমিটির নেতা ইমরানএইচ ইমরান, ছাত্রলীগ নেতা সজিব আনোয়ার ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।

>> চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়লো দেড়শ ঘর

বাংলাদেশ সময়:  ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।