ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রাম: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল করেনি। পরে ৮টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ারকারে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ঢোকার সময় ৮টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।