ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলকরণ ওয়ার্ডে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আলকরণ ওয়ার্ডে কম্বল বিতরণ কম্বল বিতরণ করেন অতিথিরা।

চট্টগ্রাম: আলকরণ ৩১নম্বর ওয়ার্ডের সদরঘাট শেঠপাড়ায় সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক ইয়াছির আরাফাতের উদ্যোগে শীতার্ত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

তিনি বলেন, রাজনীতি হবে জনকল্যাণমুখী, অর্থ-বিত্তের জন্য নয়।

একজন রাজনীতিককে লক্ষ্য রাখতে হবে, জনগণের প্রয়োজনে, তাদের সুখে-দুখে পাশে দাঁড়াতে পারছি কিনা। যদি তা সম্ভব হয় তাহলেই একজন রাজনীতিকের আদর্শের প্রতি গণআস্থা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সম্পদের বন্টনই হলো দারিদ্র বিমোচনের মূল মেশিন। সমাজবিজ্ঞানের ভাষা অনুযায়ী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সক্ষমদের টেনে তুলতে হবে। এটাই সামাজিক সাম্যের মন্ত্র।

অনুষ্ঠানে শেঠপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান, সহ-সভাপতি আব্দুল মাবুদ, মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ লোকমান, ডা. মাহমুদুল হক, কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ আসিফ, এয়াকুব বুড্ডা, আবদুল মতিন শাকিল, মঞ্জুর কাদের মিন্টু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম, মোস্তফা পলিন, নাছির উদ্দীন কুতুবী, মোহাম্মদ ইফতেখার রুপু, মোহাম্মদ সাদ্দাম, আব্দুল হাবীব বাপ্পী, ইফতিখার শাকিল, এজাজুল ইসলাম, ইপু আর খান, ইমরান ইজাজ, আবিদ ইফতু, আব্দুল্লাহ আহমেদ, হাবিবুর রহমান, আব্দুল মতিন দুলাল, আদিত্য দাস, নিলয় চৌধুরী শুভ, মোহাম্মদ ইরফান উদ্দীন, মোহাম্মদ সাকিব, শুভ দস্তিদার, পিয়াল আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।