ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টমস দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
কাস্টমস দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক কাস্টমস দিবস রোববার (২৬ জানুয়ারি)। এবারের প্রতিপাদ্য বিষয়- ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল প্রসপারিটি অ্যান্ড দ্য প্ল্যানেট’। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দিবসটি উদযাপনে এবার বর্ণিল কর্মসূচি নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ উদযাপন আঞ্চলিক কমিটি, চট্টগ্রামের আহ্ববায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক বাংলানিউজকে বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন। ওইদিন সকাল আটটায় কাস্টম হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

এতে ১ হাজার ২০০ কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও অতিথি অংশ নেবেন।

সন্ধ্যা ৬টায় কাস্টম হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সেমিনার।

অংশ নেবেন ৬০০ স্টেক হোল্ডার ও অতিথি।

শোভাযাত্রা ও সেমিনারে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ। বিশেষ অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) মো. মাসুদ সাদিক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ এনামুল হক।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।