ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেলের ৫ একর জায়গা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেলের ৫ একর জায়গা উদ্ধার ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের টাইগারপাসে ৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাইগারপাসের রেলওয়ে কলোনিতে এ অভিযান চালানো হয়।

ছবি: বাংলানিউজরেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বাংলানিউজকে জানান, টাইগারপাসের রেলওয়ের কলোনিতে বিপুল পরিমাণে জমি দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি গড়ে তোলে কিছু অসাধু দুষ্কৃতিকারী।

রেলের এসব জায়গা উদ্ধারে বুধবার সারাদিন অভিযান চালিয়ে ৫ একর জায়গা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাইগারপাসের ওভারব্রিজ এলাকায়ও জায়গা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান মাহবুবুল করিম।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।