ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সদরঘাটে গ্যাস বিস্ফোরণে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, জানুয়ারি ২১, ২০২০
সদরঘাটে গ্যাস বিস্ফোরণে আহত ২

চট্টগ্রাম: সদরঘাটের বাংলাবাজার এলাকায় আবদ্ধ কক্ষে গ্যাস বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বাংলাবাজার আসাম বেঙ্গল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন- হায়দার (২৫) ও খোকন (২৬)।

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ বাংলানিউজকে জানান, লাবণী পাওয়ার ট্রি নামে একটি কাঠবোর্ড প্রতিষ্ঠানে কাজ করছিল কিছু শ্রমিক। তারা গ্যাসের বড় বোতল থেকে পাইপলাইন নিয়ে একটি কক্ষে কাজ করছিল।

‘দুপুরে খাবার খেতে যাওয়ার সময় তারা ওই কক্ষটি বন্ধ করে চলে যায়। খাবার খেয়ে আসার পর কক্ষটি খোলার সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হলে ওই দুই শ্রমিক গুরুতর আহত হন। ’

এরমধ্যে খোকনের মুখ ও চুল আর হায়দারের কোমড়ের অংশে পুড়ে গেছে বলে জানান মো. শহীদ।

বাংলাদেশ সময়: ১৭৫৫, জানুয়ারি ২১, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।