ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের কর্মসূচি

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। এতে করে শিক্ষার্থীদের জাতির জনক সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন কলেজটির অধ্যক্ষ ড. জাহেদ খান।

তিনি বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হতো না। তাঁর জন্ম শতবর্ষ উপলক্ষে সরকার বছরটিকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে।

জাতির জনকের নামে নামকরণ করা বছরটিকে স্মরণীয় করে রাখতে বিজ্ঞান কলেজও মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করছে। এছাড়াও কলেজে একটি ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হবে।
যেখানে সারা বছর শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে জানার ও চর্চার সুযোগ থাকবে। ’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও রাজনীতির ওপর কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হবে।

তাছাড়া প্রতিটি প্রতিযোগিতা শেষে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।