ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম: পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার এবং যতীন্দ্র লাল দে নামে ২ জন নিহত হয়েছেন। 

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চন্দনাইশ উপজেলায় ও কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহত আব্দুস সাত্তার আনোয়ারা উপজেলার বৈরাগী ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে।

যতীন্দ্র লাল দে চন্দনাইশ উপজেলার শশীয়া গ্রামের মৃত কালী কুমার দে’র ছেলে।

জানা গেছে, বিকেলে আনোয়ারা যাওয়ার পথে বাসের ছাদ থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা বাস সাত্তারকে চাপা দেয়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। অন্যদিকে চন্দনাইশ এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন যতীন্দ্র লাল। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, বাসের ছাদ থেকে সাত্তার নামে একজন পড়ে গেলে তাকে অন্য একটি বাস চাপা দেয়। তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।