bangla news

সুদীপ্ত হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৯ ১০:৫৪:২৬ এএম
মো. জাহেদ

মো. জাহেদ

চট্টগ্রাম: টহল পুলিশকে পাথর নিক্ষেপ করে গ্রেফতার হয়েছে ছাত্রলীগের এক কর্মী। মো. জাহেদ (২৫) নামে ওই কর্মী নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরের খুলশী থানাধীন ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।

পাথরের আঘাতে এসআই আনোয়ার হোসেন, এএসআই রতন ও কনস্টেবল মো. মনির আহত হয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন খুলশী থানার উপ-পরিদর্শক নুরুল আবছার।

তিনি বলেন, পুলিশের একটি টহল দল ইস্পাহানী মোড়ে গেলে জাহেদ তার অনুসারীদের নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে জাহেদকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, জাহেদ নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি। সে এর আগে একবার গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
জেইউ/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-19 10:54:26