ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেরাত সম্মেলন ২৫ জানুয়ারি, আসছেন বিশ্বসেরা ক্বারিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
কেরাত সম্মেলন ২৫ জানুয়ারি, আসছেন বিশ্বসেরা ক্বারিরা বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: বিশ্বসেরা ক্বারিদের অংশগ্রহণে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ২০তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন।  

শনিবার (২৫ জানুয়ারি) আসর নামাজের পর থেকে সম্মেলনে কোরআন তেলাওয়াত করবেন মিশর, মরক্কো, জর্দান, তুরস্ক, ইরান, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্বারিরা।

দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির সহায়তায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ।

আনজুমান-এ-রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউছিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সম্মেলনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবে আনজুমান সিকিউরিটি ফোর্স (এএসএফ)।

কেরাত সম্মেলন সফল করতে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জমিয়াতুল ফালাহ মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

প্রস্তুতি সভায় পিএইচপি ফ্যমিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, এএসএফ ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

কেরাত সম্মেলন সফল করতে সবার সহযোগিতা কামনা করে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এক মঞ্চে বিশ্বের সেরা একাধিক ক্বারি কেরাত পরিবেশনের ঘটনা বিরল। এমন সুযোগ সহজে পাওয়া যায় না। তাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের কেরাত শুনতে ধর্মপ্রাণ মুসলমানদের সম্মেলনে আসার আহ্বান জানাই।

সম্মেলন সফল করতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।  

প্রস্তুতি সভায় জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা ক্বারি আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের পেয়ার মোহাম্মদ কমিশনার, আনোয়ারুল হক, হজরত শাহ আমানত (র.) দরগাহ শরিফের মোতোয়াল্লি শাহজাদা বেলায়েত উল্লাহ ও মোহাম্মদ আবদুল্লাহ, আনজুমান সিকিউরিটি ফোর্সের প্রধান সাদেক হোসেন পাপ্পু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাফর উল্লাহ, শাহাদাতে কারবালা মাহফিলের খোরশেদুর রহমান, সিরাজুল মোস্তফা, সৈয়দ আব্দুল লতিফ, অধ্যাপক কামাল উদ্দিন, আবদুল হাই মাসুম, মোহাম্মদ দিলশাদ আহমদ, এসএম শফি, মো. আবুল মনসুর সিকদার, মাহাবুবুল আলম, জাফর আহমেদ সওদাগর, হাফেজ মো. আহমদ হক, হাফেজ মুফতি মো. জালাল উদ্দিন, মাওলানা আবুল হোসেন শাহ, মাওলানা জিয়াউল হক খোরশেদ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।