bangla news

জোরারগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৭ ৮:১৮:০৯ পিএম
সিএনজি অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ

সিএনজি অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট-রামগড় সড়কে সিএনজি অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল নোমান (১৭)। তিনি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নবীনগর আবদুল করিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির বাংলানিউজকে বলেন, করেরহাট-রামগড় সড়কে ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকায় সিএনজি অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

তিনি বলেন, আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। গুরুতর আহত আরেকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-17 20:18:09