bangla news

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৭ ১২:৪১:৫১ পিএম
পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।

চট্টগ্রাম: পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন- ওমর ফারুক (৩০), আ স ম জাহিদ হোসেন (৪১) ও নিগার সুলতানা (২৫)। নিগার সুলতানা ও জাহিদ হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায়। ওমর ফারুকের বাসা  নগরের ডবলমুরিং এলাকায়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ বিমল ভৌমিক।

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।তিনি বাংলানিউজকে বলেন, চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাস ও পটিয়াগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায় নি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমএম/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-17 12:41:51