ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুজিববর্ষের উপহার হিসেবে আবাসিকে গ্যাস সংযোগ চান সুজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
মুজিববর্ষের উপহার হিসেবে আবাসিকে গ্যাস সংযোগ চান সুজন বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম: আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ প্রদানই নগরবাসীর জন্য মুজিববর্ষের উপহার হবে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সুজন বলেন, চট্টগ্রামের ওপর দিয়ে যাওয়া এল.এন.জি’র মাধ্যমে ৫শ মিলিয়নের অধিক ঘনফুট গ্যাস সারা দেশে সরবরাহ করা হচ্ছে।

অথচ ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হলে চট্টগ্রামবাসী গ্যাসের দুর্ভোগ থেকে মুক্তি পেতো।

তিনি আরও বলেন, নগরীতে গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপনের কাজ বর্তমানে বন্ধ।

প্রি-পেইড মিটারের কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসময় অতিদ্রুত প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু করার জন্য কেজিডিসিএল'র ব্যবস্থাপনা পরিচালকের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।