bangla news

চবি সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৬ ৭:২৫:৩৪ পিএম
 সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক।

সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় সদ্য সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মো. শহীদুল হকের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

মো. শহীদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের আবাসিক শিক্ষক, বিএনসিসির পিউওসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি।

স্কুপাস জার্নালসহ আন্তর্জাতিক কয়েকটি জার্নালে মো. শহীদুল হকের বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএ/এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-16 19:25:34