ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন দ্রুততম মানবী শিরিন আক্তার।

চট্টগ্রাম: মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী ৪৩তম জাতীয় অ্যাথলেটিক্সে প্রতিযোগিতার প্রথম দিনে নির্ধারিত হয়েছে দ্রুততম মানব-মানবী। এবারের আসরে দ্রুততম মানব ইসমাইল হোসেন এবং দ্রুততম মানবী শিরিন আক্তার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরের এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর হয়ে খেলা ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৪০ সেকেন্ড। অন্যদিকে একই টিমের শিরিন আক্তার সময় নিয়েছেন ১২ দশমিক ১০ সেকেন্ড।

খেলা শেষে ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, এটি আমার দ্বিতীয়বারের দ্রুততম মানব হওয়া। ঘাসের মাঠ হওয়ায় একটু নার্ভাস ছিলাম।

তবুও নিজেকে মানিয়ে নিতে পরেছি।

 দ্রুততম মানব ইসমাইল হোসেন এবং দ্রুততম মানবী শিরিন আক্তার। অন্যদিকে দ্রুততম মানবী শিরিন আক্তার বলেন, এটি আসলে ভালোলাগার মতোই একটা অনুভূতি। কোচ আমাকে যেভাবে পরামর্শ দিয়েছে তা মেনে চলার চেষ্টা করেছি। হয়তো এ কারণেই আমার জায়গাটা ধরে রাখতে পেরেছি।

এদিকে ঘাসের মাঠে দৌড়ানোর অভিজ্ঞতা শিরিনের থাকলেও অভিজ্ঞতা নেই ইসমাইলের। ঘাসের মাঠে দৌড়ানোর অনুভূতি জানতে চাইলে তারা বলেন, ট্র্যাকে দৌড়ালে স্লিপ খাওয়ার আশঙ্কা থাকে না। তবে ঘাসের মাঠে সে আশঙ্কা বেশি। ট্র্যাকে সমান মাঠ থাকে, স্পিডেও দৌড়ানো যায়। কিন্তু ঘাসের মাঠে স্পিডে দৌড়ানো যায় না।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।