ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার

চট্টগ্রাম: মুজিববর্ষ উপলক্ষ্যে ৩ দিনব্যাপী ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) শুরু হচ্ছে। এ প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রায় ১৪ বছর পর ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম প্রদক্ষিণ করে স্টেডিয়ামে এসে শেষ হয়।

উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস অ্যাথলেটিকস কমিটির চেয়ারম্যান এবং প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান মোজাম্মেল হক, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী, মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম, ইউসুফ খান পাঠান, মো. মজিবুর রহমান, মো. কামাল উদ্দিন, হাবিবুর রহমান ভূঁইয়া, ফারহাদ জেসমিন লিটি, মো. সাইফুর রহমান রাজ্জাক, শামীমা সাত্তার মিমু, মাহবুবা হোসেন বেলী, যতিন কুমার দাস, শ্রীনিবাস হালদার, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, জহির আহমেদ চৌধুরী, এ কে এম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহা. শাহজাহান, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, সিজেকেএস অ্যাথলেটিকস কমিটির ভাইস চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম, ইসমাইল কুতুবী, ডেরিক র্যান্ডলফ, রুহুল আমিন, মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মিলজার হোসেন, সদস্য ইবাদুল হক লুলু, জ্যোৎস্না আফরোজ, শর্মিষ্ঠা রায়, স্মরনিকা চাকমা, ফুলিনা চৌধুরী, মো. সরওয়ারুল আলম সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০

জে্‌ইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।