ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে ২৩৫ কার্টন সিগারেট উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
বিমানবন্দরে ২৩৫ কার্টন সিগারেট উদ্ধার বিমানবন্দরে যাত্রীর কাছে পাওয়া ২৩৫ কার্টন সিগারেট

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা যাত্রীর কাছ থেকে ২৩৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

বুধবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মাসকাট থেকে সালাম এয়ারের (ওভি-৪০৭) ফ্লাইটে আসা মোহাম্মদ নিজাম উদ্দিনের লাগেজ থেকে ইজি লাইট ব্রান্ডের সিগারেটগুলো উদ্ধার করা হয়।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।

উদ্ধার করা সিগারেট আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

   

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।