ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে অটোরিকশা বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে অটোরিকশা বিতরণ

চট্টগ্রাম: ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্পে’র ব্যবস্থাপনায় সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন সামগ্রি ও নগদ অর্থ দেওয়া হয়েছে। 

প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক) ১১৪তম উরস শরিফ উপলক্ষে চারজনকে সিএনজিচালিত ট্যাক্সি, দুইজনকে রিকশা, একজনকে সেলাই মেশিন ও দুইজনকে হাঁস-মুরগীর খামারের জন্য নগদ অর্থ দেওয়া হয়।  

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে রিকশা-মেশিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিদারুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।  

আলী হায়দার বাবলু ও মোহাম্মদ জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সিরাজুল মোস্তফা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন, ফটিকছড়ি উপজেলা ফায়ার সাভিস ষ্টেশন অফিসার বাবু পুলক কান্তি সরকার, মোহাম্মদ তহিদুল আলম মেম্বার, মোহাম্মদ সায়মুন উদ্দিন, আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ্ চৌধুরী বিভন, মোহাম্মদ আলী মাসুদ, লুৎফর হায়দার রাসেল ও হাফেজ আবুল কাশেম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০ 
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।