ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির সোহরাওয়ার্দী হল থেকে রামদা উদ্ধার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
চবির সোহরাওয়ার্দী হল থেকে রামদা উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল ও এর আশপাশে অভিযান চালিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশ সদস্যরা এ অভিযান চালান। এ সময় একটি ৪টি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়।

  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বাংলানিউজকে জানান, সোহরাওয়ার্দী হলের সামনের এস আলম স্টোর থেকে দুইটি রামদা এবং হলের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো আরও দুইটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকানি নান্নু গাজীকে (বিশ্ববিদ্যালয় কর্মচারী) শোকজ করা হবে।

 

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।  

প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে। হলে কোনো অস্ত্র থাকতে দেওয়া হবে না।  

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। ৪টি রামদা জব্দ করা হয়েছে। তবে কাউকে আঁটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।