ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশসম্মতভাবে জাহাজ ভাঙার স্বীকৃতি পেলো পিএইচপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
পরিবেশসম্মতভাবে জাহাজ ভাঙার স্বীকৃতি পেলো পিএইচপি

ঢাকা: পরিবেশসম্মতভাবে জাহাজ ভাঙার স্বীকৃতি পেলো পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং।

বুধবার (১৫ জানুয়ারি) জাপানের শিপ ক্লাসিফিকেশন সোসাইটি নিপ্পন কায়াজি কিওকাই এ স্বীকৃতি দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি জাহাজ রিসাইকেলিং প্রতিষ্ঠান।

যা আইএমও রেজ্যুলেশন এমপিইসির ২১০ (৬৩) ধারা অনুসারে ‘নিরাপদে এবং পরিবেশগতভাবে শিপ রিসাইক্লিংয়ের জন্য ২০১২ সালের গাইডলাইন’ অনুযায়ী কাজ করে আসছে।

এই স্বীকৃতির মেয়াদ ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত।

স্বীকৃতিপত্র।

নিপ্পন কায়াজি কিওকাই জাপানের শিপ ক্লাসিফিকেশন সোসাইটি। ‘ক্লাসএনকে’ হিসেবে এটি পরিচিত। সংস্থাটি সমুদ্রে জীবন ও সম্পত্তির সুরক্ষার পাশাপাশি সামুদ্রিক পরিবেশ নিয়ে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।