ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
পতেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পতেঙ্গায় উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

পতেঙ্গায় উচ্ছেদ অভিযান।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2020January/bg/Bg_920200115140309.jpg" style="margin:1px; width:100%" />সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, পতেঙ্গা লিংক রোডের পাশে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদে সিডিএ’র উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩শ’র মত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় আধা কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।