bangla news

কলকাতা থেকে শাহ আমানতে ফিরলো ফ্লাইট ৩টি

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৪ ২:৪৫:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে যাওয়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ফিরে এসেছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ফ্লাইটগুলো শাহ আমানতে অবতরণ করে।  

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান বাংলানিউজকে বলেন, সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করেছে। কুয়াশা কেটে গেলে এসব ফ্লাইট চট্টগ্রাম নিয়ে আসা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রথম অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের নভো এয়ারসহ একাধিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করে।

জানা গেছে, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে।

সাধারণত ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা ৩ হাজার মিটার বা তার নিচে নামলেই আবহাওয়া অধিদপ্তর এভিয়েশন ওয়ার্নিং দেয়, সেটি ২ হাজার বা তার নিচে আসলে তখন বিমান নামতেও পারে না।

>> ঘন কুয়াশা: চট্টগ্রামের ৩টি ফ্লাইট নামলো কলকাতায়

বাংলাদেশ সময়:  ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম বিমানবন্দর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-14 14:45:06