ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজে এলো ট্রেনের আরও ২২ কোচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, জানুয়ারি ১৩, ২০২০
জাহাজে এলো ট্রেনের আরও ২২ কোচ জাহাজে এলো ট্রেনের আরও ২২ কোচ

চট্টগ্রাম: ইন্দোনেশিয়া থেকে ৫ম ধাপে এলো আরও ২২ মিটারগেজ কোচ। রোববার (১২ জানুয়ারি) কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহনেওয়া বাংলানিউজকে বলেন, প্রতিটি মিটারগেজ কোচের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এর আগে ৯২টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে।

আর বর্তমানে ৫ম ধাপে এসেছে আরও ২২টি নতুন মিটারগেজ কোচ অর্থাৎ ২০০টি কোচের মধ্যে ১১৪টি কোচ দেশে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।