bangla news

চবির সহকারী প্রক্টর হলেন জিয়াউল ইসলাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-০৯ ১:১৯:১৩ পিএম
অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম।

অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তিনি সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন।

চবি প্রক্টর এস এম মনিরুল হাসান বাংলানিউজকে সহকারী প্রক্টর পদে এস এ এম জিয়াউল ইসলামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এস এ এম জিয়াউল ইসলাম। এছাড়াও তিনি ২০১৩ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন। ২০১৬ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএ/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-09 13:19:13