ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম থেকে পিপিএম-আইজিপি ব্যাজ পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
চট্টগ্রাম থেকে পিপিএম-আইজিপি ব্যাজ পেলেন যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পিপিএম পদক গ্রহণ করেন পুলিশ সদস্যরা

চট্টগ্রাম: ২০১৯ সালে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রামে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত মোট ৩৩ জন সদস্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ও আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পেয়েছেন।

এদের মধ্যে পিপিএম পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশের মোট পাঁচজন সদস্য। তারা হলেন-সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ পরিদর্শক রাজেস বড়ুয়া ও চট্টগ্রাম জেলার রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ এবং পিপিএম সেবা পেয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন ও ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান।

পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে রোববার (৫ জানুয়ারি) তাদের পিপিএম পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পেয়েছেন মোট ২৮ জন সদস্য।

তারা হলেন- র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, র‌্যাব-৭ সিনিয়র সহকারী পুলিশ সুপার (বর্তমানে নোয়াখালী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার) মিমতানুর রহমান, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. আশিকুর রহমান, সিএমপির সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা, টুরিস্ট পুলিশ পতেঙ্গা সাব-জোনের পরিদর্শক মো. আমিনুল হক

আইজিপি ব্যাজের জন্য মনোনীত পুলিশ সদস্যদের একাংশ।

সিএমপির কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ, সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সুমিত দাশ, সিএমপির এএসআই লতা পারভীন, ৯ম এপিবিএনের নায়েক মো. আশরাফুল ইসলাম ও কনস্টেবল বাদশা ফাহাদ, সিএমপির কোতোয়ালী থানার কনস্টেবল ফারহান আহমেদ রাসেল

সিএমপির উপ-কমিশনার মো. আবদুল ওয়ারীশ, টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শাহ মুহাম্মদ আবদুর রউফ, সিএমপির কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, সিএমপির কর্নফুলী থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ

সিএমপির ডবলমুরিং থানার এসআই অর্নব বড়ুয়া, চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর পুলিশ সুপার উত্তম কুমার পাল, সিএমপির ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ, সিএমপির পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া, সিএমপির গোয়েন্দা বিভাগের (বন্দর) এএসআই সন্তু শীল

সিএমপির কোতোয়ালী থানার এএসআই অনুপ কুমার বিশ্বাস, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর এসআই আবুল হাশেম, পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন, সিএমপির কেন্দ্রীয় অস্ত্রাগারের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী ও সিএমপির চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল হক ভূঁইয়া।

পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের পদক পড়িয়ে দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।