ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকের ওপর হামলা, চবিসাসের নিন্দা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
সাংবাদিকের ওপর হামলা, চবিসাসের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আশহাবুর রহমান শোয়েবের ওপর আনসার সদস্যদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবিসাস।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে চবিসাস'র সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম নগরের ফয়’স লেকে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিকের ওপর হামলা করেছে কয়েকজন আনসার সদস্য।

এ ধরণের ঘটনা সাংবাদিকতাকে হুমকির মুখোমুখি করছে।

এ ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ করলেও তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করে চবিসাস।

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।