ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফার্মেসির ওষুধের মেয়াদ শেষ ১ বছর আগে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
ফার্মেসির ওষুধের মেয়াদ শেষ ১ বছর আগে! অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেইট এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুই নম্বর গেইটের সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, ওষুধ আইন-১৯৪০ লঙ্ঘনের দায়ে দুই ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অবৈধ ফুড সাপ্লিমেন্ট, ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড বিদেশি ওষুধ এবং ১ বছর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে হক মেডিকোকে ৩০ হাজার এবং মেসার্স সান্স ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ওষুধ তত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।