ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হোটেলে অগ্নিকাণ্ড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
চবিতে হোটেলে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি খাবারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত হলের সামনে ঢাকা হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে ঢাকা হোটেলে আগুন লাগলে শিক্ষার্থী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রাত ১টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে  দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। শিক্ষার্থী ও স্থানীয়রা সহযোগিতা করেছে। আধাঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হোটেলের পেছনে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক ২০ হাজার টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চবি প্রক্টর এস এম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, খাবারের দোকানে আগুন লাগার পর শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।