ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, জানুয়ারি ২, ২০২০
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার গ্রেফতার মো. ইমরান হোসেন শওকত

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ মো. ইমরান হোসেন শওকত (২৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মো. ইমরান হোসেন শওকত বাকলিয়া থানার আবদুল লতিফ হাট ইউসুফ সওদাগর বাড়ির মো. আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মো. ইমরান হোসেন শওকত নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।