ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
চট্টগ্রামে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স বিতরণ শুরু স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স বিতরণ করেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রামে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৮ জন আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীর হাতে স্মার্ট লাইসেন্স তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি ছিলেন এটুআই’র প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, চট্টগ্রামে ৪ হাজার ২৫০ জন আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী রয়েছেন।

এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৬০০ জন আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীর হাতে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি ব্যবহারকারীরাও পাবেন এ স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স।

২০১৮ সালের ডিসেম্বরে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ডিজিটাল করার উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। এ উদ্যোগের মাধ্যমে সনাতন পদ্ধতির কাগুজে লাইসেন্সের পরিবর্তে স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স কার্ডই দেওয়ার কথা জানানো হয়।

স্পেকট্রাম আইটি সলিউশনের কারিগরি সহায়তায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীর জন্য তৈরি করা এ স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স কার্ডে আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীর নাম-ঠিকানা, বায়োমেট্রিক ছাপসহ লাইসেন্স ইস্যু ও নবায়নের ১৪ ধরনের তথ্য থাকবে।

প্রসঙ্গত, দেশের প্রথম জেলা হিসেবে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স সিস্টেম প্রকল্পটি চট্টগ্রামে শুরু করা হয়। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের মডেলটি অনুসরণ করে দেশের অন্যান্য জেলাতেও স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে।

স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স চট্টগ্রাম মডেল অনুসরণ করে খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া এবং ভোলা জেলায় স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স সিস্টেম প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।