ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উচ্ছেদকৃত জায়গা দখল, অভিযানে আরএনবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
উচ্ছেদকৃত জায়গা দখল, অভিযানে আরএনবি আরএনবি’র উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন পাহাড়তলীর আমবাগান এলাকায় উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল হয়ে যাওয়ায় অভিযান চালিয়েছে রেলওয়ে প্রশাসন। এসময় প্রায় ২০টি বসতি উচ্ছেদ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী কমান্ড্যান্ট ( ট্রেনিং সেন্টার) সত্যজিৎ দাশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক রেজওয়ানুল রহমান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।

রেজওয়ানুল রহমান বাংলানিউজকে বলেন, উচ্ছেদকৃত জায়গার ওপর পুনরায় ঘরবাড়ি নির্মাণ করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। যারা বসতি তোলার চেষ্টা করেছিল সেগুলো পুনরায় ভেঙে দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বাংলানিউজকে বলেন, বিজয় দিবসের মাস হওয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান শিথিল করা হয়। মাসের শেষের দিকে আবারও অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।