ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কুয়াশায় শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
কুয়াশায় শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের ট্রাফিক বিভাগ জানায়, কুয়াশা কমে এলে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালের পর থেকে শাহ আমানত বিমানবন্দরে কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। পরে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ কোনো ফ্লাইট ছেড়ে আসেনি।

জানা গেছে, কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হচ্ছে। সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে বিমানবন্দরের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। এতে ফ্লাইটের শিডিউলে কিছুটা বিঘ্ন ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।