ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
সিআইইউতে বিজয় দিবস উদযাপন সিআইইউতে বিজয় দিবসের সভায় উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তারা।

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, এই ইতিহাস কেবল নিছক যুদ্ধের নয়, একটি জাতির নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তা প্রতিষ্ঠার যেন দৃঢ় চেতনা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নগরের জামালখানে সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে  সভায় ইউনিভার্সিটির ডিন, শিক্ষক ও কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার ভেতর ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের সোপান হিসেবে অন্তরে ধারণ করতে হবে।

সিআইইউ’র ভারপ্রাপ্ত রেজিস্টার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স।

পরে তিনি ও বিভাগের প্রভাষক রাশেদা ফেরদৌস মুক্তিযুদ্ধভিত্তিক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, ডিন ড. নাঈম আবদুল্লাহ, সহযোগি অধ্যাপক ড. ইমণ কল্যান চৌধুরী, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. আসিফ ইকবাল, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া, প্রভাষক নসিহ্ উল ওয়াদুদ আলম, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।