ঢাকা, মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

চট্টগ্রাম প্রতিদিন

মহিমের মৃত্যুতে মেয়র নাছিরের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
মহিমের মৃত্যুতে মেয়র নাছিরের শোক

চট্টগ্রাম: দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মহিউদ্দিন মহিম আর নেই। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি... রাজিউন)।

খাতুনগঞ্জ ডাল মিল সমিতির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মহিম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পাঁচ ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা দুইটায় চাক্তাই নতুন মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এক শোকবার্তায় তিনি মহিমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa