ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ২৪৭ কার্টন সিগারেট জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
শাহ আমানতে ২৪৭ কার্টন সিগারেট জব্দ ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন ‘ইজি লাইট’ ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এনএসআই টিম চালানটি আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম আসেন ফটিকছড়ির মোহাম্মদ ইকবাল হোসেইন তারেক।

গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম আন্তর্জাতিক আগমদ বিভাগের বেল্ট এলাকায় অবস্থান নিয়ে তাকে চ্যালেঞ্জ করে। এরপর তার ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করে।

আটক সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম হাউসের উপ কমিশনার রিয়াদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।