ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এমএ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমএ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ বেলুন উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় ধ্বনি, দেশের গান, জাতীয় সংগীত পরিবেশন, সশস্ত্র সালাম, পায়রা ওড়ানো, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের থিমে মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন হাজারো মানুষ। এ উপলক্ষে লাল সবুজে সাজানো হয় পুরো স্টেডিয়াম।

 এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ।  ছবি: সোহেল সরওয়ারঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ সুপার নুরেআলম মিনা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

প্যারেড পরিচালনা করেন জেলা পুলিশ লাইনের আইআর অব পুলিশ মো. মহসিন।

 এমএ আজিজ স্টেডিয়ামে ডিসপ্লে।  ছবি: সোহেল সরওয়াররউফাবাদের সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ের একঝাঁক ছাত্রীর পরিবেশনা নজর কাড়ে সবার। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ভাষণ আর জয় বাংলা গানে চমৎকার পরিবেশনা ছিল তাদের। শেষে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

পুরস্কার পেয়েছে যারা

কুচকাওয়াজে অংশগ্রহণকারী বড় দলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রথম, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও হাজি মুহাম্মাদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।

ছোট দলের মধ্যে দামপাড়ার সিএমপি স্কুল অ্যান্ড কলেজ (প্রাথমিক শাখা) প্রথম, কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে।

ডিসপ্লেতে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, খানসাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়, শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুল, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা), কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ও ফিরিঙ্গিবাজারের উপলব্ধি পুরস্কার পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।