ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এক হাজারের বেশি নারীর প্রোলেপস সারিয়েছেন ডা. শিরীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এক হাজারের বেশি নারীর প্রোলেপস সারিয়েছেন ডা. শিরীন ডা. শিরীন ফাতেমার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইএইচএলের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন

চট্টগ্রাম: এক হাজারের বেশি দুস্থ নারীর প্রোলেপস সারিয়েছেন ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের (আইএইচএল) সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. শিরীন ফাতেমা।

এ উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) পাহাড়তলীর আইএইচএলে গিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক দিয়েছে রোটারি ক্লাব চিটাগাং খুলশী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএইচএলের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।

সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার এসএম আবু দাউদ।

বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক গভর্নর আইপিডিজি দিল নাশিন মোহসেন, সাবেক ডিস্ট্রিক গভর্নর মোহাম্মদ আব্দুল আউয়াল।

স্বাগত বক্তব্য দেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর সাবেক সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম। বক্তব্য দেন রোটারি ক্লাব অব কর্ণফুলীর মাহফুজুল হক।

অনুষ্ঠানে ডা. শিরীন ফাতেমার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইএইচএলের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। আইএইচএলের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেনকে সংগঠনের স্মারক তুলে দেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর সভাপতি এসএম আবু দাউদ।  

অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, মানবসেবাই পরম ধর্ম। অর্থ মোহের ঊর্ধ্বে থেকে আমাদের মানবসেবা করতে হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই চেতনাকে সঙ্গী করে ডা. শিরীন ফাতেমা এক হাজারেরও বেশি গরিব-দুস্থ গর্ভবর্তী মহিলাদের বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দিয়েছেন। রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর এ সম্মাননা ডা. শিরীন ফাতেমাকে আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের সেবার অনুপ্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস।   

এসএম আবু দাউদ বাংলানিউজকে বলেন, আমরা বিভিন্ন স্থানে ক্যাম্প করে দুস্থ নারীদের মধ্যে জরায়ুর প্রোলেপসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিয়েছি। তিন-চার বছরে এক হাজারের বেশি এ ধরনের রোগীর প্রোলেপস সারিয়েছেন ডা. শিরীন ফাতেমা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad