ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াসার পানিতে সয়লাব চেরাগি পাহাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ওয়াসার পানিতে সয়লাব চেরাগি পাহাড় ওয়াসার পানিতে সয়লাব চেরাগি পাহাড়

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় এলাকায় ওয়াসার পাইপ ফেটে পানিতে ডুবে গেছে সড়ক। এ সময় যাত্রী, পথচারীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওয়াসার পাইপ ফেটে প্রচুর পানি বেরিয়ে পড়লে পুরো সড়ক পানিতে ডুবে যায়। খবর পেয়ে ওয়াসার লোকজন ত্রুটি সারাতে চেষ্টা করলেও পাইপে থাকা সব পানি বের না হওয়া পর্যন্ত তা সম্ভব হয়নি।

এ সময় একদিকে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় অন্যদিকে নারী-শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ওয়াসা কর্তৃপক্ষ এ দুর্ঘটনার জন্য দুষছে বিটিসিএল কর্তৃপক্ষকে।

জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বাংলানিউজকে বলেন, বিটিসিএলের লাইন স্থাপনের জন্য সড়কের নিচে ড্রিল করার সময় ওয়াসার ৭০০ মিলিমিটার ব্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে। এরপর সব পানি বের হয়ে যায়। আশাকরি আজই ত্রুটি সারাতে পারবো আমরা।

তিনি বলেন, পানির লাইন ফুটো না হয়ে যদি গ্যাসের লাইন ফুটো হতো তবে বড় দুর্ঘটনা ঘটতো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।