ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়লো দুই বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
চট্টগ্রামে আগুনে পুড়লো দুই বাস

চট্টগ্রাম: নগরের বন্দর থানা এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৫টার দিকে স্থানীয় সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

এদিকে শুক্রবার মধ্যরাতে বোয়ালখালীর বড়ুয়ার টেক এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে চার লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান জসীম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।