ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা মোস্তফা-হাকিম কলেজের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা মোস্তফা-হাকিম কলেজের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা মোস্তফা-হাকিম কলেজের

চট্টগ্রাম: মোস্তফা-হাকিম কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজের শহীদ মিনারে ও নগরের ফয়েজ লেক বধ্যভূমিতে কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মেয়র ও কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম।

পরে কলেজ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

এম মনজুর আলম বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ইতিহাসের স্মরণীয় একটি দিন।

১৯৭১ সালে এ দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী নিজেদের পরাজয় নিশ্চিত জেনে ঘৃণ্য ষড়যন্ত্র করে। বাংলাদেশকে মেধা শূন্য করতে বিজয়ের মাত্র দুই দিন আগে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ ঘটায়।
বুদ্ধিজীবীদের হত্যা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, মো. আবু ছগির, লায়লা নাজনীন রব, অসীম চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।